gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
কোন নিরাপরাধ ব্যক্তি যেন আইনের ম্যারপ্যাঁচে ক্ষতিগ্রস্ত না হয়: কাজী নাবিল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৯:৪৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-27_667d946428772.jpg

যশোরে সদ্য নিয়োগকৃত সরকারি আইন কর্মকর্তাদের পরিচিতি সভায় সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আপনারা রাষ্ট্র ও জনগণের সম্পদ সংরক্ষণ করবেন। আইনের ন্যায্যতা প্রতিষ্ঠিত করবেন। কোন নিরাপরাধ ব্যক্তি যেন আইনের ম্যারপ্যাঁচে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা ও সরকারি কৌসুলিদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কখনো রাঘববোয়ালদের পক্ষে অবস্থান নিবেন না। আপনারা আইনের পক্ষে থাকবেন। আপনারা আইনি দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশটাকে ভাল অবস্থানে নেওয়া সম্ভব। ঈমানের সাথে সবাই দায়িত্ব পালন করবেন। আপনাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। পরিচিতি সভায় সম্মানিত অতিথি হিসেব বক্তৃতা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।
সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি জাহিদুল ইসলাম সুইটের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভা পরিচালনা করেন পিপি এম ইদ্রিস আলী।
অনুষ্ঠানে ৭৪ জন নতুন নিয়োগপ্রাপ্ত জিপি, পিপি, এজিপি, এপিপিদের ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এদিকে, যশোরের কাশিমপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন এমপি কাজী নাবিল আহমেদ। কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী এবং সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।

 

আরও খবর

🔝