gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ জমিজমা সংক্রান্ত বিরোধ

তেঁতুলিয়ায় হামলা ও মারপিট ৫ জনের নামে অভিযোগ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৯:৪৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-27_667d8c86c09a3.JPG

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়ার একটি বাড়িতে হামলা চালিয়ে একজন যুবককে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের পাঁচজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তেঁতুলিয়ার শাহাব উদ্দিন বাটুলের ছেলে শাকিল উদ্দিনের (৩২) সাথে জমিজমা নিয়ে বিরোধ করে আসছিলেন একই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে লিটন হোসেন (৩৮), ইসমাইল হোসেন মোল্লার ছেলে আবু তাহের (৩৫), কনেজপুরের জালাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) মণিরামপুরের মাছনা খানপুরের মৃত শাহাদত হোসেনের ছেলে ফিটু হোসেন (৪০) ও মিন্টু হোসেন (৩৫)। তারা শাকিল উদ্দিনসহ তার পরিবারের লোকজনদেরকে মারপিট, খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন।
উল্লেখিত পাঁচজনসহ তাদের সহযোগী অজ্ঞাত ৪/৫ জন বৃহস্পতিবার দুপুরে শাহাব উদ্দিন বাটুলের বাড়িতে হামলা চালায়। তারা বাটুলের ছেলে শাকিলকে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে হাত, পা, বুক, পিঠ, চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এসময় শাকিলের বাবা শাহাব উদ্দিন বাটুল, মা ফরিদা বেগম, প্রতিবেশি হালিম, ইদ্রিস আলী এগিয়ে যেয়ে শাকিলকে উদ্ধার করেন।
ভূক্তভোগী শাকিল জানিয়েছেন, যেকোনো সময় তাকেসহ তার পরিবারের লোকজনকে মারপিট, খুন, জখম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন আসামিরা। এছাড়া বড় ধরনের ক্ষতি করতে পারে।

আরও খবর

🔝