gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ ব্যর্থ মিশন শেষে শুক্রবার ফিরবেন সবাই

গোপনে দেশে ফিরলেন সাকিব!
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৯:৩৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
ঢাকা অফিস:
GK_2024-06-27_667d89f7d13f7.jpg

বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ দল ঢাকায় আসবে শুক্রবার। তার আগেই হুট করে দেশে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। হঠাৎ করেই তার বাংলাদেশে আসায় অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
বাংলাদেশের মানুষের গভীর প্রত্যাশা ছিল সুপার এইটে ভালো পারফরম্যান্স করবে টাইগাররা। সেই অর্থে তিন ম্যাচের একটিতেও সেটা দেখাতে পারেনি টিম টাইগার্স। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এসেছিল বড় সুযোগ। বোলাররা ১১৫ রানেই আটকে দিয়েছিলেন আফগানদের। ফলে ১২.১ ওভারে এই লক্ষ্য তাড়া করতে পারলেই সেমিফাইনালে উঠে যেতো বাংলাদেশ। সেটা তো পারেইনি, শেষ পর্যন্ত ওই ম্যাচটি হেরেই বসে টাইগাররা।
সুপার এইটে প্রত্যাশা একদমই পূরণ হয়নি। ভক্ত-সমর্থকরা পারফরম্যান্স দেখে যারপরণাই হতাশ ও ক্ষুব্ধ। মোটা দাগে বলতে হয়, ব্যর্থ এক মিশন শেষ করেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পা রাখার কথা ক্রিকেটারদের। এরই মধ্যে তারা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ছেড়েছেন। বাংলাদেশের বহর ছিল ২৭ জনের। ফিরছেন ১৯ জন। বিদেশি কোচরা সবাই ছুটিতে গেছেন।
এর মধ্যে বড় খবর। দলের সঙ্গে নয়। হুট করে কাউকে কিছু না জানিয়ে একাই আজ (বৃহস্পতিবার) ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে সাকিবের দেশে ফেরার খবর। এ জাতীয় নানা কান্ডে সবসময় বিতর্কের জন্ম দেন আলোচিত ক্রিকেটার সাকিব।

আরও খবর

🔝