gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
জনতা ব্যাংক মণিরামপুরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৯:৪৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-27_667d88f9c6db8.jpg

জনতা ব্যাংক মণিরামপুর শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক কর্মকর্তা আশিষ কুমার ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোরের উপ-পরিচালক আল আমিন।
অভিযুক্ত আশিষ কুমার ঘোষ মণিরামপুরের মৃত প্রভাষ কুমার ঘোষের ছেলে। বর্তমানে তিনি জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস মৌলভীবাজারে কর্মরত। তদন্ত কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন।
মামলা সূত্রে জানা গেছে, আশিষ কুমার ঘোষ ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর জনতা ব্যাংক পিএলসি মণিরামপুর শাখায় অগ্রিম বিভাগে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরের বছর ২০১৬ সালের ২৬ ডিসেম্বর আলমগীর কবির নামে আর এক ব্যক্তি একই ব্যাংকে কর্মকর্তা (ক্যাশ ইনচার্জ) পদে যোগদান করেন। এই দুজনেরই বাড়ি মণিরামপুরে হওয়ায় তারা স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে খুবই বিশ্বস্ত হয়ে ওঠেন। এই সুযোগ নিয়ে তারা গ্রাহকের জমাকৃত টাকা ব্যাংকের রেজিস্ট্রারে এন্ট্রি না করে নিজেদের কাছে রেখে দিতেন। কোনো গ্রাহক টাকার জন্য চেক নিয়ে এলে তারা সেই চেক নিজেদের কাছে রেখে টাকা দিতেন। এভাবে তারা ১৮ জন গ্রাহকের দীর্ঘদিন ধরে জমাকৃত ৬৫ লাখ ২৯ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উদ্ঘাটিত এবং প্রমাণিত হলে তারা ৩শ’ টাকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে টাকা আত্মসসাতের অভিযোগ স্বীকার করেন। কিন্তু এরই মধ্যে আলমগীর কবির মারা যান।
এ কারণে অপর অভিযুক্ত আশিষ কুমার ঘোষের বিরুদ্ধে ২০২২ সালের ১০ অক্টোবর মামলা করেন দুদক যশোরের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজ ইকবাল। এই মামলার তদন্ত শেষে গত ২৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন।

আরও খবর

🔝