gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
যশোরে পৃথক মামলায় দুজনের ভিন্ন মেয়াদে কারাদন্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৯:২৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-27_667d84d23bc0a.jpg

ছিনতাই ও ফেনসিডিলের পৃথক মামলায় দুজনকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন যশোরের একটি আদালত। ছিনতাই মামলার অপর আসামি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন মণিরামপুরের শ্যামকুড় গ্রামের নজরুল ইসলাম ও পাবনা ঈশ্বরদীর পূর্বটেংরীর ওমর আলী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর রাতে মশ্মিমনগর গ্রামের ব্যবসায়ী রুহুল আমিনসহ আরও অনেকে কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। প্রথিমধ্যে কাকড়াখালি ব্রিজের উত্তর মাথায় পৌঁছালে একদল লোক অস্ত্রের মুখে তাদের তাদের জিম্মি করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরমধ্যে নজরুলকে ধরে চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজন চলে আসলে অন্যরা পালিয়ে যান। নজরুলকে গণপিটুনি দিয়ে ক্যাস্পে সোপর্দ করা হয়। এ ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে নজরুলসহ তিনজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে নজরুল ও কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি নজরুল ইসলামরে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
অপর দিকে, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে যশোরের ডিবি পুলিশ আরবপুরে যানবাহন তল্লাশীকালে ওমর আলীকে আটক ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই হেমায়েত হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

আরও খবর

🔝