gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় ১৫ মন পলিথিন জব্দ, জরিমানা ১৫ হাজার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৮:৫৯:০০ পিএম , আপডেট : শনিবার, ২৯ জুন , ২০২৪, ০৫:১২:২৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-06-27_667d7e9b47161.jpg

সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৫ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। এসময় তিনটি মুদি দোকান ও একটি গোডাউন সিলড করে রাখা দোকান মালিকদের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার এবং বাইপাস সড়কের বকচারা বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিদর্শক আসমা খাতুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনাকালে পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প/ পঁচনশীল শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ। পলিথিন পঁচেও না, নষ্টও হয় না। এজন্য পরিবেশ রক্ষায় পঁচনশীল শপিং ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে সরকারিভাবে দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে পলিথিন শপিং ব্যাগ বাজারে বিক্রি ও ব্যবহার করছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এবং বাইপাস সড়কের বকচারা বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ১৫ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় তিনটি মুদি দোকান ও একটি গোডাউন মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর

🔝