gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
শুক্রবার দেশে ফিরছেন না লিটন-সৌম্য
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৮:০১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-27_667d72ea32eaa.JPG

বিশ্বকাপের মিশন শেষ হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তরা এখন আছেন দেশের পথে। দলকে বহনকারী বিমান আগামীকাল শুক্রবার সকাল আটটায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন দাস ও সৌম্য সরকার ফিরছেন না।
একদিন পর ২৯ জুলাই তাদের ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর দু’সপ্তাহের লম্বা ছুটি পাবেন শান্তরা। এরপর তাদের চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। ছুটিতে যাবেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। দুবাই থেকে যে যার মতো ছুটিতে যাবেন চন্ডিকা হাথুরুসিংহেরা। আগামী ১৯ জুলাই তাদের দেশে ফেরার কথা।
গ্রুপ পর্ব ও সুপার এইট মিলে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে সাতটি ম্যাচ। গ্রুপ পর্বে চারটির মধ্যে তিনটিতে জিতলেও সুপার এইটে বাংলাদেশ ছিল জয়হীন।

 

আরও খবর

🔝