gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৮ আষাঢ় ১৪৩১
gramerkagoj
ভারত-ইংল্যান্ড ম্যাচ ঠিক সময়ে গড়াবে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৭:৪৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২০ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-27_667d6dffc3f13.JPG

ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচে কয়েকদিন আগে থেকেই গায়ানায় প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছিল। যেখানে ম্যাচ চলাকালীন সময় থেকে শুরু করে বৃহস্পতিবার বেশ কয়েক ঘণ্টা বৃষ্টিতে ক্যারিবীয় দ্বীপটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। তাই সবার আগ্রহের কেন্দ্রে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এখনকার আবহাওয়ার সর্বশেষ অবস্থা। কিছুটা স্বস্তি মিলেছে, বৃষ্টি থেমে সেখানে উঁকি দিচ্ছে নরম রোদ। যথা সময়ে ম্যাচটি মাঠে গড়াবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ওই মুহূর্তে সেখানে স্থানীয় সময় থাকবে সকাল সাড়ে ১০টা। একই সময়ে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া ওয়েবসাইটগুলো। এদিকে, সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার দীনেশ কার্তিক গায়ানার বর্তমান অবস্থার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, কাভারে ঢেকে রাখা হয়েছে ম্যাচের পিচ, তবে তার আশপাশের উন্মুক্ত অংশে বৃষ্টির পানি রয়েছে।
ওই পোস্টে দীনেশ কার্তিক রোদ উঠেছে বলে উল্লেখ করেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি সুখকর নয় বলেও জানান সাবেক এই তারকা ক্রিকেটার।

আরও খবর

🔝