gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারপিট, চাকুসহ দু’বখাটে আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ০৭:৩৪:০০ পিএম , আপডেট : শনিবার, ২৯ জুন , ২০২৪, ০৫:১২:২৪ পিএম
স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর):
GK_2024-06-27_667d6b24483d6.JPG

যশোরের খাজুরায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেহেদী হাসান রিফাত (১৫) নামে এক শিক্ষার্থীকে বখাটেরা মারপিট করেছে। এ সময় চাকুসহ দ’ুজন ধরে জনগন গণপিটুনী দিয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর ইটভাটা মোড়ে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী হাসান রিফাত সদর উপজেলার মথুরাপুর গ্রামের রেজাউল ইসলাম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আটক বখাটেরা হলো, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের প্রদীপ ওঝার ছেলে অপূর্ব ওঝা (১৫) ও সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের বাপ্পী (১৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে চন্ডিপুর ইটভাটা মোড়ে বখাটেরা মাদরাসার ছাত্রীদের উত্যক্ত করছিল। এ কাজে প্রথমে রিফাত নামে ওই শিক্ষার্থী প্রতিবাদ করে। এ সময় বখাটেরা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে রিফাতকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে বাপ্পী ও অপূর্ব নামে দুই বখাটেকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মানিক (১৭) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আবির (১৫) নামে দুই বখাটে পালিয়ে যায়।
আহত শিক্ষার্থী রিফাত জানায়, আমি স্কুলের টিফিনের সময় বাড়ি খেতে যাচ্ছিলাম। পথিমধ্যে ওই বখাটেরা মাদরাসা ছাত্রীদের গায়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্যক্ত করছিল। আমি এর প্রতিবাদ করলে তারা চারজন মিলে আমাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে দু’জনকে আটক করে ও বাকি দু’জন পালিয়ে যায়।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইভটিজিংয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ দু’জনকে আটক করা হয়েছে। আর পলাতক দু’জনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

🔝