gramerkagoj
শনিবার ● ২৯ জুন ২০২৪ ১৫ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভোটগ্রহণ আগামীকাল
প্রকাশ : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০৯:৪৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২১ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-26_667c3ed1bdb72.jpg

যশোরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আগামীকাল শুক্রবার ভোটগ্রহণ হবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে মন্দির চত্বরে চলবে ভোটগ্রহণ। নির্ধারিত এ সময়ের মধ্যে মন্দিরের সকল সাধারণ সদস্যকে ভোটাধিকার প্রয়োগ করে কমিটি গঠনে সহায়তা করার জন্য আহবান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দূর্গাপদ দেবনাথ।
আহবায়ক দূর্গাপদ দেবনাথ ও সদস্য সচিব গোপাল চন্দ্র ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটির মধ্যে দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদ বাদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল পদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই পদে প্রার্থী তিনজন।
গঠনতন্ত্র মোতাবেক গত ৩০ মে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন পদে সর্বমোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই বাছায় শেষে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পরে ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করলে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্শ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মহিলা সম্পাদক, সহ মহিলা সম্পাদক ও সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১৯ জন। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিপরীতে অনিপ দেবনাথ, পার্থ মজুমদার ও চঞ্চল সরকার বৈধ প্রার্থী থাকায় এ পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

🔝