gramerkagoj
শনিবার ● ২৯ জুন ২০২৪ ১৫ আষাঢ় ১৪৩১
gramerkagoj
বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির সমাবেশ
প্রকাশ : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০৯:৪১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-06-26_667c36e04818b.jpg

যশোরে বিভিন্ন দাবিতে সিপিবি জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপী ঋণ উদ্ধার করো, বামপন্থার পথ ধরে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে দড়াটানা ভৈরব চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ আরও বক্তৃতা করেন দলের জেলা সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আব্দুর রহিম, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল, আবু জাফর বাচ্চু এবং জাকির হোসেন।
সমাবেশে দুর্নীতিবাজ, ঋণ খেলাপী ও লুটেরাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানানো হয়।

আরও খবর

🔝