gramerkagoj
শনিবার ● ২৯ জুন ২০২৪ ১৫ আষাঢ় ১৪৩১
gramerkagoj
দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
প্রকাশ : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০৯:৩৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১১:৩৪:২১ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-06-26_667c3634d68f0.jpg

ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার পৃথক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন যশোরের আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন ও শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চৌগাছার বড় আন্দুলিয়া গ্রামের শামসুল হক ও সাতক্ষীরার কলারোয়ার রামভদ্রপুর গ্রামের ফারুক হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুন বিকেলে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের সদস্যরা বড় আন্দুলিয়া গ্রামের শামসুল হকের বাড়িতে অভিযান চালান। এসময় শামসুল হকের ঘর তল্লাশি করে ১৪৬ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড, গাঁজার মামলায় ছয় মাস বিনাশ্রম কারাদন্ড, ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে, ২০১৭ সালের ২০ মার্চ বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শার্শার বাগুড়ী গ্রামে অভিযান চালান। এসময় খ্রিস্টান পাড়া থেকে ফারুক হোসেনকে আটক ও একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই হেলালউজ্জামান বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন পলাতক রয়েছেন।

 

আরও খবর

🔝