gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জীবননগরের মাঠ থেকে রাসেল ভাইপার উদ্ধার
প্রকাশ : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০৮:১৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
জীবননগর প্রতিনিধি:
GK_2024-06-26_667c22e04c170.jpg

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনিপুর গ্রামের মাঠ থেকে রাসেল ভাইপার উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাপটি উদ্ধার হয়।
স্থানীয় কৃষক আতর আলী বলেন, ‘আমি বুধবার সকালে মাঠে ঘাষ কাটছিলাম। এসময় একটি খেজুর গাছের গোড়ায় পেঁচিয়ে ছিল সাপটি। আমি কয়েকজনকে ডেকে এনে সাপটি মেরে গ্রামের দিকে নিয়ে আসি’।
স্থানীয় যুবক প্লাবন বলেন, ‘ফেইসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। কিন্ত এখন বাস্তবে দেখলাম। এত বড় সাপ আমাদের এলাকা থেকে উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে’।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেদিনীপুর গ্রামের মাঠ থেকে বুধবার সকালে কৃষকরা একটি সাপ মেরেছে শুনেছি। এটা রাসেল ভাইপার কি না সঠিক জানি না। তবে সাপটা অনেক বড় এবং মোটা। এলাকায় সাপের আতস্ক বিরাজ করছে’। জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাজল হোসেন বলেন, মেদনিপুর গ্রামের মাঠ থেকে যে সাপটি উদ্ধার হয়েছে এটি আসলে রাসেল ভাইবার কিনা, সঠিকভাবে জানা যায়নি। বন বিভাগের লোকজন যাওয়ার আগেই তারা সাতটা পুড়িয়ে মাটিতে পুঁতে রাখার কারণে এটা নিশ্চিত করা যায়নি’।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝