gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শাহরুখের নায়িকা হচ্ছেন সামান্থা!
প্রকাশ : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০১:২৭:০০ পিএম , আপডেট : রবিবার, ১ ডিসেম্বর , ২০২৪, ০৩:০৬:৪৮ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-26_667bc2e65762c.jpg

দক্ষিণী সিনেমার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্থা রুথ প্রভু। দিয়েছেন একের পর হিট, জয় করেছেন লাখো ভক্তদের হৃদয়। এরপর ২০১৭ সালে দক্ষিণি তারকা নাগ চৈতন্যকে বিয়ে, ২০২১ সালে বিচ্ছেদ আর ২০২২ সালে বিরল অটোইমিউন রোগ মাইয়োসিটিসে আক্রান্ত হয়ে বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েন সামান্থা। কিন্তু অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম আর পেশাগত জীবন থেকে সাময়িকভাবে নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও নিজের ফিটনেস রেখেছেন আগের মতোই। ঘোষণা এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে গুণী নির্মাতা রাজকুমা হিরানীর এক দেশাত্ববোধক থিমের চলচ্চিত্রে দেখা যাবে সামান্থাকে।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সবে শুরু হয়েছে ছবির পরিকল্পনা। তবে নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি পরিচালনা করছেন খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি।
নতুন সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। সিনেমার গল্পটি হবে দেশপ্রেমের। এখানেও শাহরুখকে দেখা যাবে মারদাঙ্গা অ্যাকশনে। সবশেষ শাহরুখকে নিয়ে হিরানি বানিয়েছেন ‘ডাঙ্কি’। গত বছর মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় এই ছবিটি সবচেয়ে কম ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, শাহরুখের সঙ্গে হিরানির জাহাজে এবার এক লম্বা ভ্রমণের জন্য তৈরি হচ্ছেন সামান্থা।
সবশেষ সামান্থাকে দেখা গিয়েছিল শিব নির্ভানা পরিচালিত ‘খুশি’ সিনেমায়। এতে বিজয় দেবারাকোন্ডার বিপরীতে অভিনয় করেন তিনি। ২০২৩ সালের শেষদিকে মুক্তি পাওয়া সিনেমাটি বাণিজ্যিকভাবে ছিল ব্যবসাসফল।
সামান্থাকে শিগগিরই দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এ ছাড়া ‘চেন্নাই স্টোরি’ নামে আরও একটি সিনেমায় দেখা যাবে সামান্থাকে।
‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজ দিয়ে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ২০১০ সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। ইতোমধ্যে চারবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন সামান্থা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝