gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৬ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ডায়েটের কারণে জ্ঞান হারিয়ে পা ভেঙেছে অভিনেত্রীর
প্রকাশ : মঙ্গলবার, ২৫ জুন , ২০২৪, ০৪:০৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-25_667a8db726a73.jpg

নিজেকে ফিট রাখতে গিয়ে জ্ঞান হারালেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। জিম আর কড়া ডায়েটের কারণে শুধু জ্ঞানই হারাননি, মাথা ঘুরে পড়ে গিয়ে পাও ভেঙে গেছে এ অভিনেত্রীর।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার রাত ৩টার দিকে ঘুম ভাঙে সায়ন্তনীর। ক্ষুধা অনুভব করায় ডিম সেদ্ধ করতে রান্না ঘরের দিকে হাঁটতে থাকেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। ১৫ মিনিট নিজের বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পর উপলব্ধি করেন তার ডান পা নাড়াতে পারছেন না। কোনোরকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যান। পরে অভিনেত্রীর ফোন পেয়ে ছুটে যান তার বন্ধু সুমন।
জ্ঞান হারানোর কারণ ব্যাখ্যা করে সায়ন্তনী বলেন, ‘অতিরিক্ত জিম আর কড়া ডায়েটের জন্য আমার এই অবস্থা। চিকিৎসক জানিয়েছেন, পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে।’
অল্প সময়ে চেহারার পরিবর্তন করতে গিয়ে বিনোদন জগতের অনেকে কি বিপদে পড়ছেন? এ প্রশ্ন শুনে অভিনেত্রী বলেন, ‘কী করব? আমাদের পেশায় প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয়।’
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সায়ন্তনী। এরপর টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক। ‘কিরণমালা’, ‘সাত ভাই চম্পা’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সায়ন্তনী। এরপর নাম লেখান চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— সমান্তরাল, মায়া, জলে জঙ্গলে, উমা প্রভৃতি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝