gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাসেলস ভাইপার সন্দেহে দুটি সাপকে পিটিয়ে হত্যা
প্রকাশ : সোমবার, ২৪ জুন , ২০২৪, ০৭:০৪:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
লালমনিরহাট প্রতিনিধিঃ:
GK_2024-06-24_6679705d8e20f.jpg
লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ধরা পড়েছে। সাপ উদ্ধারে খবরে সর্বত্র জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
রোববার (২৩ জুন) রাতে পাটগ্রাম পৌর শহর ও উপজেলার জগতবেড় ইউনিয়নে রাসেলস ভাইপার সাপ সন্দেহে মেরে ফেলেছে স্থানীয়রা। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে যায় স্থানীয় লোকজন। একইদিন রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের একটি দোকানের নিচ থেকে একটি সাপকে মেরে ফেলা হয়। স্থানীয়দের দাবি দুটি সাপই বর্তমানের আলোচিত রাসেলস ভাইপার সাপ।
 
জগতবের ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন সুমন জানান, টংটিংডাঙ্গা বাজারে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্ক হওয়ার কিছুই নেই। 
 
পাটগ্রাম উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, মেরে ফেলা সাপ দুইটি বিষাক্ত রাসেলস ভাইপার কি না এ ব্যাপার শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সাপ দুটি মেরে ফেলার আগে দেখার সুযোগ হলে জানা সম্ভব হতো।  
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম জানান, রাসেলস ভাইপার কি না এটি নিশ্চিত করে বলতে পারছি না। সবাইকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝