gramerkagoj
শুক্রবার ● ২৮ জুন ২০২৪ ১৩ আষাঢ় ১৪৩১
gramerkagoj
উপশহরের একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজিকালে ৩জন আটক
প্রকাশ : শনিবার, ২২ জুন , ২০২৪, ০৮:৫৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-06-22_6676e6ed598df.jpg

যশোরের উপশহর এলাকার একটি এগ্রোফার্মা কোম্পানির অফিসে গিয়ে চাঁদাবাজি ও ম্যানেজারকে মারপিট করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন ইম্পোরিয়াল এগ্রোফার্মা কোম্পানি যশোরের ম্যানেজার টিপু সুলতান।
আটকরা হলেন শেখহাটি জামরুলতলার আবু সাঈদ, উপশহর সাত নম্বর সেক্টরের সৈয়দ নাসিম আহমেদ এবং শেখহাটি জামরুলতলার ইমন। মামলার পলাতক আসামিরা হলেন উপশহর সাত নম্বর সেক্টরের শামীম, শেখহাটি জামরুলতলার মিলন ও অভি।
টিপু সুলতান এজাহারে উল্লেখ করেছেন, তার কোম্পানির অফিস যশোর শিক্ষবোর্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বজলুর রহমানের বাড়ির নীচতলায়। আসামিরা শনিবার দুপুর ১টার দিকে ওই অফিসে যেয়ে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে নানা হুমকি ধামকি দেয়া হয়। পরে তার গলা ধরে বাইরে বের করে মারপিট করেন। এ সময় অফিসের সহকর্মীরা পুলিশে সংবাদ দিলে পুলিশ সেখান থেকে আবুু সাঈদ, নাসিম ও ইমনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।

আরও খবর

🔝