gramerkagoj
শুক্রবার ● ২৮ জুন ২০২৪ ১৩ আষাঢ় ১৪৩১
gramerkagoj
নতুন রাস্তা নষ্ট করার প্রতিবাদ করায় মেম্বারের ছেলেকে মারপিট
প্রকাশ : শনিবার, ২২ জুন , ২০২৪, ০৮:৪৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-06-22_6676e565936bf.JPG

নতুন রাস্তায় মাটি ফেলে নষ্ট করে দেওয়ার প্রতিবাদ করায় চাঁচড়া ইউনিয়নের একজন মেম্বারের ছেলেকে মারপিট করা হয়েছে। এঘটনায় পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় শফিকুল ইসলাম শফিক নামে একজনকে আটক করেছে।
মামলার বাদী ইউনিয়নের মেম্বার সাড়াপোল রুপদিয়া গ্রামের সিরাজুল ইসলাম। মামলার অন্য আসামিরা হলেন রুপদিয়া গ্রামের মুছা করিম ও তার দুই ছেলে ইমরান এবং ইমন, রুপদিয়া কলোনি পাড়ার মুজিবর।
মামলার এজাহারে সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন, মাত্র পাঁচদিন আগে রুপদিয়া দাখিল মাদ্রাসা থেকে মাহিদিয়া শেখপাড়া পর্যন্ত রাস্তায় পিচ করা হয়েছে। নতুন পিচের রাস্তা মজবুত না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সম্পূর্ণ নিষেধ রয়েছে। কিন্তু মাটির ঠিকাদার ইমরান সেই নির্দেশনা না মেনে গায়ের জোরে ওই রাস্তা দিয়ে মাটিভর্তি ট্রাক চালাচ্ছেন। এত নতুন রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি নিষেধ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে ইমরান।
গত ১৪ জুন বিকেল ৫টার দিকে তার ছেলে জিয়াউর রহমান নিটুলকে রুপদিয়া বাজারের দোকানের সামনে মারপিট করে চাকু দিয়ে আঘাত করে ইমরান ও তান সঙ্গীরা। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা নিটুলকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

আরও খবর

🔝