gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪ ১৩ আষাঢ় ১৪৩১
gramerkagoj
ফের পালাচ্ছে ফিলিস্তিনিরা
প্রকাশ : শুক্রবার, ২১ জুন , ২০২৪, ০৯:২৩:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2024-06-21_66759b2623330.jpg

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম অংশের গভীরে যুদ্ধবিমান ও ড্রোনের ছত্রছায়ায় ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার এসব ঘটনা ঘটেছে বলে রাফার বাসিন্দারা ও ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।
বিভিন্ন বার্তা সংস্থা বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, মধ্যরাতের পর থেকেই রাফার পাঁচটি এলাকায় ইসরায়েলি ট্যাংকগুলো ঢুকতে শুরু করে। তাদের ছোড়া প্রচুর গোলা ও গুলি আরও পশ্চিমে উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নিয়ে থাকা উদ্বাস্তু পরিবারগুলোর তাঁবুতে আঘাত হানে। এতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার চিকিৎসা কর্মীরা ও হামাসের গণমাধ্যম জানিয়েছে। তবে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা প্রতিবেদনগুলো যাচাই করে দেখছে। হামলার পর আতঙ্কিত বহু পরিবার আল-মাওয়াসি থেকে গাজার উত্তর দিকে পালিয়ে গেছে। বাসিন্দারা জানিয়েছেন, রাফার পশ্চিমাংশে বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
গত অক্টোবরে ইসরায়েলের বর্বর হামলার মুখে গাজা ২৩ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি রাফায় এসে আশ্রয় নিয়েছিল। গত মাসে মিশরের সীমান্তবর্তী এ শহরটিতে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার আগ পর্যন্ত তারা এখানেই ছিল। ইসরায়েল রাফায় স্থল হামলা শুরু করার পর এদের বেশিরভাগই আবার উত্তরদিকে পালিয়ে গেছে। এখনো যারা রয়ে গেছেন তাদের সংখ্যা এক লাখেরও কম হবে বলে জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। তারপরও এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অথচ, জাতিসংঘ ওদেরকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে। কিন্তু শাস্তিমূলক কোনো বন্দোবস্ত না থাকায় জাতিসংঘকে কতোকটা ‘থোড়াই কেয়ার’ করে ইসরায়েল তাদের অপকর্ম করেই যাচ্ছে। এ অবস্থার পরিত্রাণ জরুরি।

 

 

 

 

 

 

আরও খবর

🔝