gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুষ্টিয়ায় সাংবাদিক রিজুকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জুন , ২০২৪, ১০:০৬:০০ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
GK_2024-06-20_667453ec75b4d.JPG

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবদল নেতা শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
এদিকে, হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া মডেল থানায় যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া প্রেস ক্লাব ও কুষ্টিয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলুসহ অন্যরা।
সাংবাদিক নেতারা হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশকে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে থানা চত্বরে গিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা সাংবাদিকদের বলেন, এরই মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝