gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪ ১২ আষাঢ় ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সতর্ক করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজি ইনচার্জকে যশোরে দুই ক্লিনিকে দু'জন প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য বিভাগের তড়িৎ অ্যাকশান সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভোটগ্রহণ আগামীকাল ওয়াপদা মোড়ে পৌরসভার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ চৌগাছায় তথ্য অফিসের মহিলা সমাবেশ যশোরে দুগ্ধ খামারিদের নিয়ে দুধের বৈচিত্র্যময় পণ্য তৈরির প্রশিক্ষণ ও বুটক্যাম্প বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির সমাবেশ পরিবেশ দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের র‌্যালি অনুষ্ঠিত যশোরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড সোনা চোরাচালানী ওমর ফারুক সুমন হত্যা মামলা ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২
প্রকাশ : মঙ্গলবার, ১৮ জুন , ২০২৪, ০৭:৫১:০০ পিএম , আপডেট : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০১:২৮:১৮ পিএম
সাব্বির খান ডালিম ডুমুরিয়া:
GK_2024-06-18_667191433fef6.jpg

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত  ৪ জন আহত হয়েছে। সোমবার (১৭ জুন)  রাত ৯ টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই মুন্সি পারভেজ হাসান জানায়, চাকুন্দিয়া এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬জন আহত হয়। তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ২জন মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। এরা হলেন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের ইসহাক আলী শেখের ছেলে নুর ইসলাম রুবেল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। 
আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর ২জন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন কেশবপুর উপজেলার ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (২০), একই উপজেলার মজিদপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে রুদ্র বিশ্বাস(২১), আব্দুল কুদ্দুস (২৫)। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও খবর

🔝