gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪ ১২ আষাঢ় ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সতর্ক করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজি ইনচার্জকে যশোরে দুই ক্লিনিকে দু'জন প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য বিভাগের তড়িৎ অ্যাকশান সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভোটগ্রহণ আগামীকাল ওয়াপদা মোড়ে পৌরসভার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ চৌগাছায় তথ্য অফিসের মহিলা সমাবেশ যশোরে দুগ্ধ খামারিদের নিয়ে দুধের বৈচিত্র্যময় পণ্য তৈরির প্রশিক্ষণ ও বুটক্যাম্প বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির সমাবেশ পরিবেশ দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের র‌্যালি অনুষ্ঠিত যশোরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড সোনা চোরাচালানী ওমর ফারুক সুমন হত্যা মামলা ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় সদ্য বিবাহিত চালক ও পথচারি নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ জুন , ২০২৪, ০৬:০৯:০০ পিএম , আপডেট : বুধবার, ২৬ জুন , ২০২৪, ০১:২৮:১৮ পিএম
আবুল কাশেম,বাঁকড়া:
GK_2024-06-18_66717bc497390.jpg

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় ঈদের দিন মোটরসাইকেলের ধাক্কায় চালক প্রবাসী  রাজু হোসেন (২৬) ও ছহিরননেছা (৭৮) নামে এক পথচারি বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে ঈদের দিন দুপুর ১:৩০ টায় বাঁকড়া মুকুন্দপুর নতুন বাজার সংলগ্ন রাস্তায়।

নিহত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলা বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসি। ছুটিতে দুই মাস পূর্বে  বাড়িতে এসে বিবাহ করেন । নিহত অপরজন ছহিরননেছা বাঁকড়া মুকুন্দপুর গ্রামের মৃত বাবুর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য প্রবাস থেকে বাড়িতে আসা রাজু হোসেন ও তার বন্ধু  একই গ্রামের হুসাইন মোটরসাইকেলযোগে বড়খলসি নিজ বাড়ি থেকে দ্রুত গতিতে বাঁকড়া বাজারের দিকে আসছিল। তখন মোটরসাইকেলচালক রাজু নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ ছহিরননেছাকে ধাক্কা দেয়। এতে ছহিরননেছা ঘটনাস্থলে নিহত হন। এতে মারাত্নক আহত অবস্থায় রাজু হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পথচারি বৃদ্ধা ছহিরননেছা মরদেহ উদ্ধার সহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এতে আহত চালক রাজু হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে তিনি জানান।
বড় খলসি গ্রামের সাবেক মেম্বার ইয়াকুব আলী জানায়,ঈদের দিন রাত্রে নিহতদের লাশ দাফন করা হয়েছে। সদ্য প্রবাস থেকে আসা এবং বিবাহিত রাজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আরও খবর

🔝