gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত হওয়ায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা
প্রকাশ : রবিবার, ১৬ জুন , ২০২৪, ১০:৪৬:০০ এএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-06-16_666e6e10009c0.jpg

হাওরের জেলা সুনামগঞ্জে অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত যান না। বিদ্যালয়ে অনিয়মিত হওয়ার কারণে পিছিয়ে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থী অভিভাবকদের কেউ কেউ অনিয়মিত হওয়া শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাচ্ছেন বলে জানান। তবে কর্তৃপক্ষ বলছে, বর্ষা মৌসুমে নৌ-যোগাযোগের কারণে এই সমস্যা। এটি সমাধানের জন্য মন্ত্রণালয় কাজ করছে।
হাওরের জেলা সুনামগঞ্জে শুষ্ক মৌসুমে সড়ক পথে যোগাযোগের পথ থাকলেও বর্ষায় চিত্র ভিন্ন। ছয় মাস যোগাযোগের প্রধান মাধ্যম নৌকা। ফলে নিয়মিত বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের। এই অযুহাতে বিদ্যালয়ে না যাওয়ার প্রবণতাও বাড়ে শিক্ষকদের।
তাহিরপুর উপজেলার রাছিনগর মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক তাহেরা আক্তার। তথ্য গোপন করে পাসপোর্ট ও আইএলটিএস করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এরকম ১৯ জন শিক্ষক অনিয়মিত রয়েছেন। যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও অসধাচরণের জন্য ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, শিক্ষকদের এরকম অনিয়মিত হবার কারণে পিছিয়ে পড়ছে হাওরের শিক্ষার্থীরা। ৪ জুন মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান নিয়ে তাহিরপুর উপজেলার রাছিনগর মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, প্রধান শিক্ষক সহ ৬ জন শিক্ষক কর্মরত আছেন। স্কুলে ওইদিন ৫ জন শিক্ষক উপস্থিত থাকলেও সহকারী শিক্ষক তাহেরা আক্তার নেই।
জানতে চাইলে প্রধান শিক্ষক সুপ্রীতি রাণী তালুকদার জানান, তাহেরা আক্তার কিছু সময় আগে স্কুল থেকে চলে গেছেন। তার ব্যাংকে জরুরি দরকার। তাকে ছুটি দেওয়া হয়েছে।
এই বিদ্যালয়ের গেল ২০২২-২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল জানতে চাইলে তিনি ফলাফল সিট খুঁজে পাচ্ছেন না বলে জানান।
ওই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন'র সাথে কথা হলে তিনি বলেন, আমাদের গ্রামের স্কুলের ফলাফল খুবই খারাপ। বর্তমান প্রধান শিক্ষক সুপ্রীতি রাণী তালুকদার যোগদানের পর থেকে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষার ফলাফল খারাপ। এই প্রধান শিক্ষকের কারণে শিক্ষকরা নিয়মিত ক্লাস করেন না। এতে করে শিক্ষার্থীরা পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়ছে।
বিষয়টি নিয়ে আমি জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। কোনো সুরাহা হয়নি। এই স্কুলের প্রধান শিক্ষককে বদলী করা জরুরি। নইলে শিক্ষা ব্যবস্হা ধ্বংসের দিকে ধাবিত হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
একই গ্রামের মো. আজিবুর রহমান বলেন, আমাদের রাছিনগর মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মান ভালো না। ক্লাসের সময় শিক্ষকরা মোবাইলে হরদম কথা বলতে থাকেন। যেকারণে স্কুলে প্রতিবছর ফলাফল খারাপ হয়।
গত মঙ্গলবার (১১ জুন) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের হঠামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বের হয়ে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে পাওয়া যায় সহকারী শিক্ষক তোফায়েল আহমেদকে।
জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা শেষে প্রধান শিক্ষক উপজেলা সদরে চলে গেছেন। তিনি জামালগঞ্জ উপজেলা থেকে ক্লাস করেন।
সহকারী শিক্ষক তোফায়েল আহমেদকে শৃঙ্খলা ভঙ্গ সহ অসদাচরণের বিভাগীয় মামলা আছে। এবিষয়ে কথা হলে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ডিপিইও স্যার আমাকে এ বিষয়ে ডেকেছেন। উপজেলা নির্বাচনের কারণে আমি যেতে পারিনি।
বিকেল তিনটার দিকে রাজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলে তালা লাগানো।
এ বিষয়ে রাজিমনগর গ্রামের বাসিন্দা মোছা. ফাতেমা বিবি বলেন,স্কুলে ম্যাডাম আসেন না। বাচ্চাদের পড়াশুনা ঠিকমতো হয়না।
একই গ্রামের সাদ্দাম হোসেন বলেন, আমাদের বাড়ি স্কুলের পাশে। কোন সময় কোন শিক্ষক স্কুলে আসেন, আমরা জানি। প্রধান শিক্ষক প্রায়ই ক্লাসে আসেন। কিন্তু সহকারী শিক্ষক দোলন তালুকদার মাসে একবার বা দুইবার আসেন। এতে করে স্কুলে পড়াশুনা একেবারে হয়না।
স্কুলের ম্যনেজিং কমিটির সভাপতি শফিকুন্নুর বলেন, আমাদের স্কুলে মাত্র দুইজন শিক্ষক আছেন। এরমধ্যে সহকারী শিক্ষক দোলন তালুকদার অনিয়মিত। তিনি ক্লাস মিস করেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, বর্ষায় নৌ যোগাযোগের কারণে সময়মতো বিদ্যালয়ে যেতে পারেন না শিক্ষকরা। তাই নৌকার জন্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করা হচ্ছে। অনিয়মিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তাহিরপুর উপজেলার রাছিনগর মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরা আক্তারকে শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ এর কারণে বিধিমালা মোতাবেক শাস্তি প্রদান করা হয়েছে। তার দু'টি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝