gramerkagoj
শুক্রবার ● ২১ জুন ২০২৪ ৭ আষাঢ় ১৪৩১
gramerkagoj
কেশবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় আলমসাধু চালক গ্রেপ্তার
প্রকাশ : শনিবার, ১৫ জুন , ২০২৪, ০৯:২৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন , ২০২৪, ০৮:৫৪:৫৪ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
GK_2024-06-15_666db36051950.jpeg

যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লিটন শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের অধিবাসী এবং আলমসাধু চালক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৩ জুন) একটি মাছের ঘেরের বেড়িতে ঘাস কাটছিলেন লিটন শেখ। সেখানে সপ্তম শ্রেণির এক ছাত্রীও ঘাস কাটতে যায়। তাকে একা পেয়ে লিটন জোর করে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনা উল্লেখ করে ওই ছাত্রীর মা শুক্রবার থানায় লিটন শেখের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।
ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, শুক্রবার রাতে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে লিটন শেখকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় বলেন, গ্রেপ্তার লিটন শেখকে ধর্ষণ চেষ্টার মামলায় শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ জবানবন্দি গ্রহণের জন্য যশোরে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝