gramerkagoj
শুক্রবার ● ২১ জুন ২০২৪ ৭ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সুশিক্ষিত জাতি না হলে সমৃদ্ধ জাতি সম্ভব না এমপি ডা. তৌহিদুজ্জামান
প্রকাশ : শনিবার, ১৫ জুন , ২০২৪, ০৯:২৫:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন , ২০২৪, ০৮:৫৪:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-06-15_666db318cf062.jpg

যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুচিন্তিত, মেধা ও নিজস্ব দক্ষতা দিয়ে দেশকে পরিচালনা করছেন। আমাদের দেশকে উন্নত বিশে^ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্টা করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে, জাতি যদি সুশিক্ষিত না হয় তাহলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব না।’
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গরীব, অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি তুহিন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেধাবী তরুণদের এগিয়ে নিতে চাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেই ঠিক করতে হবে ভবিষ্যতে সে কি হতে চায়। সেলক্ষ্যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’
এমপি তুহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সামান্য যে অর্থ তোমাদের দিয়েছি সেটা তোমরা পুরস্কার মনে করবে। ভবিষ্যতে লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখলে সরকার এবং আমার পক্ষ থেকে আরও সহযোগিতা থাকবে।’
অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, জেলা যুবলীগ নেতা আজহার আলী, ঝিকরগাছা উপজেলার সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নূরুল হক বিন্তু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, যুবলীগ নেতা আনিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী এবং সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করেন।
এর আগে সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমেদের আকস্মিক মৃত্যুর সংবাদে জগদীশপুর ইউনিয়নের তেহরি গ্রামে ছুটে যান। সেখানে শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দেন ও সমবেদনা জানান। পরে তিনি জানাজায় অংশ গ্রহণ করেন।

আরও খবর

🔝