gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
অপরাধ নিয়ন্ত্রণে কামারখালী ইউনিয়নে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা
প্রকাশ : শুক্রবার, ১৪ জুন , ২০২৪, ০১:০০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
মধুখালী প্রতিনিধি:
GK_2024-06-14_666bee3521eb5.jpg

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি-তথ্য দিন সেবা নিন এ শ্লোগান সামনে রেখে ফরিদপুরের মধুখালী থানায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। ১২টি বিটে রয়েছে ১২টি বিট কার্যালয়। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে মধুখালী থানা পুলিশের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। ১৩ জুন মধুখালী থানা ৪ নম্বর বিট কামারখালী ইউনিয়ন এর আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও সভার সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, মধুখালী থানা কামারখালী ইউনিয়ন ৪নং বিটের অফিসার এসআই লিটন শরীফ, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।
এছাড়া মতবিনিময় সভায় কামারখালী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আবু বাহার এবিসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমরোধে মধুখালী থানা পুলিশের কার্যকরী ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝