gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহন চলাচল, ৬ কিলোমিটার যানজট
প্রকাশ : শুক্রবার, ১৪ জুন , ২০২৪, ১২:৫৮:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
ঢাকা অফিস:
GK_2024-06-14_666bea9e4a606.jpg

ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকাবাসী। এ কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গ মুখী যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি চলছিল। দক্ষিণবঙ্গমুখী লেনে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ছয় কিলোমিটার সড়কে যানজট রয়েছে।
জানা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল দিতে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন, রাতে পদ্মা সেতুর টোলপ্লাজার ওয়েটস্কেলে পণ্যবাহী ট্রাক আটকে থাকায় শুক্রবার ভোরে মহাসড়কে যানবাহনের জটলা দেখা দেয়। এতে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি চলছে।
তিনি আরও জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথসহ সাতটি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। ট্রাফিক চলাচল স্বাভাবিক করতে তাদের বেগ পেতে হচ্ছে। সড়কে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানবাহন চলাচল বেড়েছে। এ কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝