gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
বেকেনবাওয়ারকে সম্মান জানাবে ইউয়েফা
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৮:১০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-11_66685d4e3cef6.JPG

ইউরোর আসর হবে জার্মানিতে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানানো হবে প্রয়াত কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ারকে। আগামী শুক্রবার হবে এই অনুষ্ঠান, তাকে সম্মান জানানোর কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে ইউয়েফা।
চলতি বছরের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে মারা যান বেকেনবাওয়ার। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ১৯৭২ সালে জার্মানিকে ইউরো জেতানোর দু’বছর পর বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৯০ সালে জার্মানদের বিশ্বকাপ জেতান ম্যানেজার হিসেবে।
ইউরোর প্রথম দিন জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এ ম্যাচের আগে মিউনিখ ফুটবল অ্যারেনায় ব্যাকেনবাওয়ারের জেতা তিনটি শিরোপাই আনা হবে। তার স্ত্রী হেইডি ট্রফি নিয়ে আসবেন।

আরও খবর

🔝