gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পরের দু’টি ম্যাচ জিতলে সুপার এইটে বাংলাদেশ
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৭:২৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-11_66685abc8f112.JPG

চলতি টি-২০ বিশ্বকাপে দুই রকম অভিজ্ঞতার সাক্ষী বাংলাদেশ। লঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়। দ্বিতীয় ম্যাচে রুদ্বশ্বাস পরাজয় দক্ষিন আফ্রিকার বিপক্ষে। ফলে সুপার এইটের সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের।
প্রথম পর্বে গ্রুপ লড়াইয়ে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে দু’টি। ১৩ মে নেদারল্যান্ডস এবং ১৭ মে নেপালের বিপক্ষে। এই ম্যাচগুলো জিতলে সহজেই সুপার এইটে পা দেবে লাল সবুজের দলটি। যদি একটিতে হারে ও একটিতে জিতলে রান রেটের হিসেব কষতে বসতে হবে। দু’টি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেলে বাংলাদেশের কোনো যদি-কিন্তুর সমীকরণ মেলাতে হবে না।
এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ সিডিংয়ে তারা ডি-১ হয়ে যাবে সুপার এইটে। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি-২ হয়ে যাবে। গত দুই আসরের মতন পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ। আইসিসি এ তথ্য আগেই জানিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা সুপার এইটে যাবে গ্রুপ টু’তে। আর বাংলাদেশ সুপার এইটে খেলবে গ্রুপ ওয়ানে।

ডি গ্রুপ থেকে লঙ্কার সুপার এইটে উঠা অনেকাংশেই কঠিন। অভিজ্ঞতার বিবেচনায় বাংলাদেশই রয়েছে এগিয়ে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অভিজ্ঞতা শেষ হলো তিক্ততায়। এবার মার্কিনে আর ম্যাচ নেই। বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে -১ ব্যবধানে সিরিজে হেরে যায় বাংলাদেশ। প্রচন্ড বাজে পারফরম্যান্সেই আইসিসি সহযোগী দেশের কাছে হেরে যায় বাংলাদেশ। ওই হারের ক্ষত যেতে না যেতেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ভারতের আক্রমণে টিকতে পারেনি। তাতে বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সেই চিত্র অনেকটাই আঁকা হয়ে যায়।
তবে মূল আসরে লঙ্কাকে হারিয়ে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের টার্গেট বাংলাদেশ তাড়া করতে পারেনি। ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের সুপার এইটের দরজা খোলা হয়ে যেত সহজেই। সহজ জয় হাতছাড়া করে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে কঠিন ম্যাচ খেলতে হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝