gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে শিক্ষা বোর্ড স্কুল গর‌মে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোড‌শে‌ডিং হ‌তে পা‌রে: জ্বালা‌নি উপ‌দেষ্টা কেশবপুরে আ’লীগের লিফলেট বিতরণকালে আটক ২ নড়াইল থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ মিলল বাগেরহাটের পুকুরে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না চট্টগ্রামে ২ লাখ ৫৭ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সহযোগীতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে, উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রাম নগরীতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্দরের কার্যক্রম ব্যাহত অনশন থেকে উঠে পুলিশের গাড়ি ভাঙচুর, বহিষ্কৃত প্রভাষককে গ্রেপ্তার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
এবার বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৭:৫২:০০ পিএম , আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৫, ০২:০৪:১৮ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-11_66685d7954caf.jpg

দক্ষিণ আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সওলোস চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজের পর বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গেছেন। প্রেসিডেন্ট সেক্রেটারি কোলেন সাম্বা মঙ্গলবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন।
বিমানটি নিখোঁজের পর এটি খুঁজে পেতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে এর ধ্বংসাবশেষ চিকানগাওয়া বনে পাওয়া গেছে। এরপরই সব আরোহীকে নিহত ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট অফিস এবং মন্ত্রিসভা এ দুর্ঘটনার পর আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট সওলোস চিলিমাকে বহনকারী বিমানটি সোমবার (১০ জুন) নিখোঁজ হওয়ার পর এটি খুঁজে পেতে উত্তরের মালাবি অঞ্চলের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। বিমানটিতে ভাইস প্রেসিডেন্টসহ ৯ জন আরোহী ছিলেন।
এই ৯ আরোহীর মধ্যে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট সওলোস চিলিমা, সাবেক ফাস্ট লেডি সানিল ডিম্বিরি এবং অন্যান্য আট কর্মকর্তা। এয়ার ট্রাফিক কন্ট্রলার এমজুজু বলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে এটিকে রাজধানীতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ হারায়।
চিমিলি ২০১৪ সাল থেকে মালাবির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালাবিতে মোবাইল নেটওয়ার্ক এয়ারটেলে কাজ করেছেন। এছাড়া ইউনিলিভার ও কোকাকোলার সঙ্গেও কাজ করেছেন। সরকারি ওয়েবসাইটে এ তথ্য বলা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝