gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
লামায় গাড়ির ধাক্কায় মৃত্যু শয্যায় ফজল হকের স্ত্রীর মামলা
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৫:০৩:০০ পিএম
জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
GK_2024-06-11_66682f1836690.jpg

লামা সুয়ালক সড়কে কাঠ বোঝাই গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আহত রাজ মিস্ত্রি ফজল হকের স্ত্রী ১১ জুন লামা আদালতে মামলা করেছে। আহত ফজল হক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ১ মাস ৯ দিন চমেকে চিকিৎসা করিয়ে তার পরিবার এখন নিঃস্ব। আর্থিক অভাবে উন্নত চিকিৎসা না পেয়ে নিজের ঘরে মৃত্যুর প্রহর গুনছে ফজল হক। টিএস গাড়ির ধাক্কায় কোমর ও মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। ছিড়ে যায় পেটের নাড়িভুড়ি। চমেক হাসপাতালে অপারেশন করেও উন্নতি হয় নাই। অবশেষে আদালতে মামলা করলেন আহতের স্ত্রী মাজেদা বেগম। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় এই মামলা এজাহার হয়েছে। প্রসঙ্গত: গত ২৬ এপ্রিল সরই ক্যায়াজুপাড়া থেকে ভাড়া করা মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে লামা সুয়ালক সড়কে কাঠ বোঝায় একটি টিএস গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলে থাকা ফজল হক টিএস গাড়ির বাম্পারে সজোরে আঘাত লেগে ছিটকে পড়ে। সাথে সাথে ড্রাইভার হেল্পারেরা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতির ফলে পরদিন ২৭ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে (চমেক) ২৬ নং ওয়ার্ডে এক মাস নয় দিন চিকিৎসা করে কোনোমতে পেটের নাড়িভুড়ি অপারেশন করে। অর্থোপেডিক্স ডাক্তার দেখানো হলে দু'পায়ে প্লাস্টার করে ১০ কেজি ওজনে টানা রাখার জন্য বলেন ডাক্তার। ৬ জুন/২৪ তারিখে চমেক থেকে মুমূর্ষু ফজল হক রাজ মেস্তরীকে রিলিজ করে দেয়া হয়। বর্তমানে সে পৌরসভার ৭ নং ওয়ার্ড নুনারবিল গ্রামে নিজ বাসায় মৃত্যুক্ষণ গুনছে। কাঠ বোঝাই টিএস গাড়ির ধাক্কায় আহত ফজল হকের পরিবার জানায়, টিএস গাড়ির মালিক ফাইতং নিবাসী গাছ-পাথর ব্যবসায়ী আকবর আহমদ।

আরও খবর

🔝