gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাদারীপুরে জমিসহ ঘরের চাবি পেয়ে খুশি হতদরিদ্ররা
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৪:২২:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-06-11_66682584c4b21.jpg

মাদারীপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ ঘর পেয়ে খুশি হতদরিদ্ররা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হতদরিদ্রের মাঝে চাবি বুঝিয়ে দেন প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ৫ জনের হাতে জমিসহ ঘরের চাবি দেয়া হয়। এছাড়াও উপজেলায় পর্যায়ক্রমে ৩২০ জন অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর বিশেষ এই সুবিধা দেয়া হবে। এদিকে মাথা গোজার ঠাই পেয়ে খুশি সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারি কমিশনার (ভুমি) মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জমি ও ঘর পেয়ে খুশি অসহায় জাহাঙ্গীর ফরাজী। এসময় তিনি বলেন, আমার জমি ছিল না, এমনকি মাথা গোজার মতো একটি ঘরও ছিল না। আজকে জমিসহ ঘর পেয়ে খুব খুশি। জীবনে কখনও ভাবিনি নিজের জমি হবে, ঘর হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে জমিসহ ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলাকে ভুমিহীন মুক্ত রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝