gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
শৈলকূপা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আটক ১৫
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ১১:৩৫:০০ পিএম
ঝিনাইদহ অফিস:
GK_2024-06-10_66673dec81fbb.jpg

শৈলকূপা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৫০০ জনকে আসামি করে এসআই লাল্টু রহমান মামলাটি করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া জানান, থানায় ভাঙচুর মামলায় পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার দিন আহত ফিরোজ শিকদারের ডান হাত কেটে ফেলা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তবে গ্রেফতার এড়াতে উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বেশিরভাগ পুরুষ এলাকা ছাড়া।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছে বাকি গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিবেশ শান্ত আছে।
এর আগে রোববার সকালে একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। মোস্তাককে পুলিশ থানা থেকে ছেড়ে না দেওয়ায় তার সমর্থক আওয়ামী লীগ কর্মীরা বিকেল ৩টার দিকে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটনায়।

আরও খবর

🔝