gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের বোলিং তোপে অল্পতেই থামল দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ১০:১২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-10_66672783ad8d9.jpg

তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের বোলিং তোপে সাউথ আফ্রিকাকে ১১৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। বল হাতে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চাপে রেখেছেন তানজিম। অন্যপ্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন। তবে পঞ্চম উইকেটে হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ৭৯ বলে ৭৯ রানের জুটিতে লড়াইয়ে পুঁজি পেয়েছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তানজিম। দুটি উইকেট নিয়েছেন তাসকিন।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে তানজিমের ফুলার লেংথ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে রানের খাতা খুললেন কুইন্টন ডি কক। পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে মেরেছেন চারও। তবে প্রান্ত বদল করতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। তানজিম সাকিবের নিচু হওয়া ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন রিজা হেনড্রিক্স। পেছনের পায়ে বল লাগার পর আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার। গোল্ডেন ডাকে ফিরতে হয় ডানহাতি এই ওপেনারকে।

 

পরের ওভারে তাসকিনের বিপক্ষেও ছক্কা মেরেছিলেন ডি কক। তবে বাঁহাতি এই ওপেনারের ঝড় বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন  তিনি। তবে ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয় ১৮ রান করা ডি কককে। তিনে নামা এইডেন মার্করামকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ।

ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মার্করাম।। সাউথ আফ্রিকার অধিনায়ক ফিরেছেন ৮ বলে ৪ রানে। পরের ওভারে বোলিং এসে ট্রিস্টিয়ান স্টাবসকে নিজের শিকার বানিয়েছেন তানজিম সাকিব। তরুণ এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে সামনে ঠেলে দিতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন।

এরপর হ্যাইনরিখ ক্লাসেনকে নিয়ে প্রোটিয়াদের হাল ধরেন ডেভিড মিলার। এই দুজনের জুটির মাঝেই নিজের বোলিং কোটা পূরণ করেন তানজিম সাকিব। তিনি ১৮ রান দিয়ে নিজের বোলিং শেষ করেন। ক্লাসেনকে ফিরিয়ে প্রোটিয়াদের পঞ্চম উইকেটের পতন ঘটান তাসকিন আহমেদ। এর ফলে ৭৯ রানের জুটি ভাঙে ক্লাসেন-মিলারের।

৪৪ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফিরে যেতে হয় ক্লাসেনকে। তাসকিনের গুড লেংথের বল ক্লাসেনের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙে দেয়। ফলে ফিরে যেতে হয় এই প্রোটিয়া ব্যাটারকে। ১৯তম ওভারে এসে মিলারকে বোল্ড করে প্রোটিয়াদের রানের লাগাম টেনেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন এই প্রোটিয়া তারকা। শেষ ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র ৪ রান খরচা করলে সাউথ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১১৩ রান।

সাউথ আফ্রিকা- ১১৩/৬ (২০ ওভার) (ডি কক ১৮, ক্লাসেন ৪৬, মিলার ২৯; তানজিম ১৮/৩, তাসকিন ২/১৯)

আরও খবর

🔝