gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
অজ্ঞান পার্টির কবলে প্রাণ গেল সবজি বিক্রেতা সামসুল হকের
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ১০:০২:০০ পিএম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-06-10_66672556195c2.jpg

সবজি বিক্রি করে বাড়ি ফেরা হলোনা সামসুল হক (৫৫) নামে এক ব্যক্তির। যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি প্রাণ হারিয়েছেন। তিনি মহেশপুর উপজেলার মগদশপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল ৩টার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশ্যে চৌগাছার বাসে উঠেন। ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়।
তাকে বহনকারী বাসটি চৌগাছায় পৌঁছালে সকল যাত্রী নেমে গেলেও তিনি সিটে ঘুমন্ত অবস্থায় পড়ে ছিলেন। কাউন্টারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। রাতে কিছুটা জ্ঞান ফিরলে তার পরিচয় পাওয়া যায়। এরপর তিনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, রোববার বিকেলে বাস কাউন্টারের লোকজন এসে অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারণেই তার মৃত্যু ঘটেছে বলে তিনি জানান।

আরও খবর

🔝