gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj

❒ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি

তীব্র গরমে কাহিল জনজীবন
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৮:১৪:০০ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-06-10_66670f6a40619.JPG

এবারের মৌসুমের দ্বিতীয় দফায় তাপপ্রবাহ ফের শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। গত চারদিন ধরে এ জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১০ জুন) বিকেলে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। এদিন তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষ প্রচণ্ড রোদে বাইরে বের হতে কষ্ট পাচ্ছে। দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে যায়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যে কারণে শরীর থেকে ঘাম ঝরছে প্রচুর।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, শুক্রবার (৭ জুন) থেকে চলতি মাসে মৌসুমের দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। এটি আরও ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

আরও খবর

🔝