gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শীর্ষে স্কটল্যান্ড
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৭:৩২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-10_6667008d5fd4e.JPG

রোববার ওমানের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। আর তাতেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলকে পেছনে ফেলে দিয়ে ‘বি’ গ্রæপের শীর্ষে তারা। স্কটিশদের নৈপুণ্যে কপাল পুড়তে পারে ইংরেজদের। জস বাটলারদের গ্রæপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা দেখা দিয়েছে।
ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেখান থেকে এক পয়েন্ট পেয়েছে স্কটিশরা। এরপর নামিবিয়া ও ওমানকে হারিয়েছে তারা। এখন তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সবার উপরে স্কটল্যান্ড। নেট রান রেটও তাদের ভাল।
দুই ম্যাচের দু’টিতে জিতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর সমান ম্যাচে ইংল্যান্ডের মাত্র এক পয়েন্ট। এই মুহূর্তে স্কটল্যান্ডের রানরেট +২.১৬৪, অস্ট্রেলিয়ার +১.৮৭৫ আর ইংল্যান্ডের -১.৮০০। সেক্ষেত্রে ইংলিশরা তাদের পরের দু’ম্যাচ জিতলেও স্কটিশদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম।
দু’টি ম্যাচই জিততে হবে বিশাল ব্যবধানে। বৃহস্পতিবার ওমান এবং ১৫ জুন ইংলিশরা খেলবে নামিবিয়ার বিপক্ষে। আর স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সোমবারে। সেই ম্যাচে কোন ব্যবধানে হারলে সুপার এইটে যেতে পারবে তা জানা যাবে ম্যাচের আগেই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝