gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১১ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
যদি কিন্তুর হিসাবের মধ্যে পাকিস্তান
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৬:৪৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-10_6666f8eb2bbf9.JPG

টি-২০ বিশ্বকাপে ব্যাটফুটে পাকিস্তান। বল যেতে পারে বিদায়ের দোড় গোড়ায় তারা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় ম্যাচে রোববার হেরেছে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের কাছে। দুই ম্যাচ হেরে গেলেও সুপার এইটে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি পাকিস্তানের। তবে এই পথটা সহজ নয়। পাকিস্তানকে মেলাতে হবে অনেক যদি ও কিন্তুর হিসাব।
গ্রæপ পর্বের চারটি ম্যাচের মধ্যে পাকিস্তান ইতোমধ্যে খেলেছে দু’টি ম্যাচ। এখন পয়েন্ট ঘরে তুলতে পারেনি তারা। এই গ্রæপে পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত । সমান ম্যাচে চার পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। দু’টি ম্যাচে এক পয়েন্ট কানাডার অবস্থান তিন নম্বরে।
নিজেদের পরের দুই ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। তখন তাদের পয়েন্ট হবে চার। সেখানে বড় ব্যবধানের জয় দরকার তাদের। কারণ ‘এ’ গ্রæপ থেকে সুপার এইটে যেতে হলে রানরেটের বড় ভূমিকা থাকবে। বাবর আজমদের তাই কানাডা ও আয়ারল্যান্ড ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। যুক্তরাষ্ট্রকে পরের দুই ম্যাচেই হারতে হবে। তাদের ম্যাচ বাকি ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের পর পাকিস্তানকেও হারিয়ে দারুণ মেজাজে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখতেই পারে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান চাইবে আইরিশদের জয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে হিসেব হবে রানরেটের
আয়ারল্যান্ড এবং কানাডা পরের দুই ম্যাচেই জয় না পায়, সেদিকটাও নজরে রাখতে চাইবে পাকিস্তান। কানাডা খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। আয়ারল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। এদের মধ্যে কেবল আইরিশদের এক জয়ই পাকিস্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখবে।

আরও খবর

🔝