gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ক্লাব বিশ্বকাপ খেলবে না রিয়াল মাদ্রিদ
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৬:৪২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-10_6666f600f0368.JPG

বিশ্বকাপ আয়োজন করতে সকল প্রস্তুতি সেরে রেখেছে ফিফা। আগামী বছর ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু সমস্যা বেধেছে অর্থের পরিমাণ নিয়ে। ফিফার প্রস্তাবিত অর্থ সন্তোষজনক না হওয়ায় এবার এই প্রতিযোগিতায় না খেলার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
ইতালিয়ান দেনিক ইল জোর্নালে প্রকাশিত সাক্ষাৎকারে এই ব্যাপারে কথা বলেন রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের কোচ। শুধু রিয়াল নয়, আনচেলত্তি মনে করেন ইউরোপের অনেক ক্লাব ও ফুটবলাররাও অংশ নেবে না বলে জানান তিনি।
রিয়াল কোচ বলেন, ফিফা এটি ভুলে যেতে পারে। ফুটবলাররা ও ক্লাবগুলো ওই টুর্নামেন্টে খেলবে না। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য দুই কোটির সমান। সেখানে পুরো টুর্নামেন্টের জন্য দুই কোটির প্রস্তাব দিচ্ছে ফিফা। রিয়াল খেলবে না। আমাদের মতো অন্যান্য ক্লাবগুলোও এই আমন্ত্রণ ফিরিয়ে দেবে।
আগামী বছরের জুন-জুলাইয়ে ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ হওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। নতুন এই কাঠামোতে চার বছর পর অনুষ্ঠিত হবে আসরটি। এছাড়া আগামী বছর থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা, কনফারেন্স লিগে ৩২ থেকে বাড়িয়ে ৩৬ দল নিয়ে আয়োজন করা হবে। যে কারণে থাকবে ব্যস্ত সূচি। এর মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার আগ্রহ থাকবে না অনেকেরই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝