gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
অসুস্থ্য হয়ে স্কুল থেকে হাসপাতালে চার শিক্ষার্থী
প্রকাশ : রবিবার, ৯ জুন , ২০২৪, ০৯:১৩:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
GK_2024-06-09_6665c7c34f492.jpg
নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের চার শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিক্ষক ও অভিভাবকরা বলছেন অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পরলে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার বিকেল পৌনে চারটায় এঘটনা ঘটে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন জানান, স্কুল চলাকালে হঠাৎ করেই ৭ম শ্রেনীর মশফিকা,মাহিলা,রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে চার শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরে। জানতে পেরে সাথে সাথে তাদেরকে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। তিনি বলেন,ওই শিক্ষার্থীরা এর আগে গত বছর প্রায় ২/৩বার একইভাবে অসুস্থ্য হয়ে পরেছিল। তিনি বলেন,অতিরিক্ত গরমে হয়তো অসুস্থ্য হয়ে পরেছে।
মশফিকার বাবা ওয়াজেদ আলী জানান,তার মেয়ে অসুস্থ্য হয়ে পরেছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরে হাসপাতালে এসেছি। তিনি বলেন গরমেই হয়তো মাথা ঘুরে পরে গেছে। 
সাদিয়ার বাবা আব্দুর রশিদ জানান,মেয়ে অসুস্থ্যতার কথা ফোনে জেনেছি। এর আগেও নাকি মেয়ে সাদিয়া অসুস্থ্য হয়ে পরেছিল।
আত্রাই হাসপাতালের জরুরি বিভাগের চিকি'সক কানিজ মাহমুদা জানান,অসুস্থ্য হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের চার শিক্ষার্থী চারটা নাগাদ হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত গরমে পানি শূন্যতা হয়ে এমনটি হতে পারে। তাদের চিকিৎসা চলছে। 
বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সি তা বিশ্বাস বলেন,আমি নওগাঁ আছি। বিষয়টি মোবাইল ফোনে শুনেছি এবং যথাযথ চিকিৎসার জন্য বলা হয়েছে।

আরও খবর

🔝