gramerkagoj
শনিবার ● ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি
প্রকাশ : রবিবার, ৯ জুন , ২০২৪, ০৭:০৯:০০ পিএম , আপডেট : বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০১:৩৪ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-09_6665aad42fe87.jpg

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার আসর। আর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচে সোমবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা৷
ম্যাচে মেসির খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে মেসির মাঠে নামার নিশ্চয়তা দিয়েছেন কোচ স্কালোনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পারবে। সে অবশ্যই কিছু সময়ের জন্য হলেও খেলবে। আমাদেরকে সতর্কতার সাথে এটি বিবেচনায় নিতে হবে যাতে করে সবাই খেলার সুযোগ পায়।
আর্জেন্টিনার হয়ে ২০২৩ সালের অক্টোবরের ১২ তারিখ শেষবারের মত মাঠে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল তারা।

 

আরও খবর

🔝