gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় তিনদিন ব্যাপী গুড় মেলা স্ত্রী সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় শিক্ষার্থীদের সংর্বধনা দিলো শিক্ষকরা জুবায়ের ও সাদপন্থিদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা দিন ও রাতের তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বাড়বে শীত আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করা হচ্ছে ড. ইউনূসের কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে, যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভেজাল মসলা যে ভাবে চিনবেন
প্রকাশ : শনিবার, ৮ জুন , ২০২৪, ০৩:১৩:০০ পিএম , আপডেট : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:৫৬:২৭ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-08_66641c9d1e747.jpg

মসলা হচ্ছে রান্নার এক অপরিহার্য উপাদান। রান্নায় পরিপূর্ণ স্বাদ আনতে আমরা মসলা ব্যবহার করে থাকি। ঈদে আমেজের সাথে মসলা জাতীয় খাবারের চাহিদাও বেশি থাকে। বাজারে মসলার দামও বেশ চড়া। কিন্তু প্রচুর অর্থ খরচ করলেও ঠিকমতো ভালো মসলা পাওয়া যায় না। কখনো দেখা যায়, পুরো মসলাই নকল। কাঠ ও ইটের গুঁড়া, ভুসি, ক্ষতিকর রঙ কিংবা স্প্রে করে প্রতিনিয়ত ক্রেতাদের ঠকানো হচ্ছে। এতে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাহলে ভালো মসলা চেনার কি উপায় আছে? হ্যাঁ আছে। যেভাবে আসল আর নকল মসলা চিনবেন-
মরিচের গুঁড়াঃ কৃত্রিম রঙ বা পানিতে দ্রবণীয় কৃত্রিম রঙ মেশানো মরিচের গুঁড়া শনাক্তের পদ্ধতি-
# একটি কাঁচের গ্লাসের পানিতে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ছিটিয়ে দিন।
# কৃত্রিম রঙ তাৎক্ষণিকভাবে গলে গ্লাসের পানির নিচের দিকে নামতে শুরু করবে।
হলুদের গুঁড়াঃ কৃত্রিম রঙ মেশানো হলুদের গুঁড়া শনাক্তের পদ্ধতি-
# এক গ্লাস পানিতে এক চা-চামচ হলুদের গুঁড়া নিন।
# খাঁটি হলুদের গুঁড়া গ্লাসের পানিতে তালিয়ে যাওয়ার সময় হালকা হলুদ রঙ ছড়াবে।
# কৃত্রিম রঙ মেশানো হলুদের গুড়া গ্লাসে পানিতে তলিয়ে যাওয়ার সময় গাঢ় হলুদ রঙ ছড়াবে।
গোলমরিচঃ বাজারে অনেক সময় গোলমরিচের সঙ্গে পেঁপের বীজ মিশিয়ে দেওয়া হয়। ভেজাল গোলমরিচ শনাক্তের পদ্ধতি-
# এক গ্লাস পানিতে সামান্য গোলমরিচ ঢালুন।
# খাঁটি গোলমরিচ হলে তা পানির নিচে নেমে যাবে।
# ভেজাল গোলমরিচ অর্থাৎ পেঁপের বীজ হলে তা পানির উপরে ভেসে থাকবে।
সরিষা বীজঃ বাজারে অনেক সময় সরিষার সঙ্গে আরগেমেন বীজ মিশিয়ে দেওয়া হয়। ভেজাল সরিষা শনাক্তের পদ্ধতি-
# কাঁচের প্লেটে অল্প পরিমাণে সরিষা বীজ নিন।
# হাত দিয়ে নাড়াচাড়া করে আরগেমেন বীজ মেশানো হয়েছে কিনা ভালোভাবে খেয়াল করুন।
# সরিষা বীজের পৃষ্ঠ মসৃণ থাকে এবং এটি গুঁড়া করলে এর ভেতরে হলুদ অংশ দেখা যাবে।
# আর্গেমন বীজ দানাদার, রুক্ষ পৃষ্ঠের হয়ে থাকে এবং কালো রঙের হয়। এটি গুঁড়া করলে ভেতরে সাদা অংশ দেখা যাবে।
গুঁড়া মসলাঃ কাঠের গুঁড়া আর ধানের তুষের মিশ্রণে তৈরি করা হয় ভেজাল গুঁড়া মসলা। শনাক্তের পদ্ধতি-
# এক গ্লাস পানিতে এক চা-চামচ গুঁড়া মসলা ঢালুন।
# খাঁটি মসলার গুঁড়া পানিতে কোনোরকম ধূলিকণা ছড়াবে না।
# অন্যদিকে মসলা যদি ভেজাল হয় তাহলে পানির ওপরে কাঠ বা তুষের গুঁড়া ভেসে উঠবে।
শুকনো হলুদঃ ক্ষতিকারক সীসা বা লেড ক্রোমেট মেশানো কাঁচা হলদু/শুকনো হলুদ শনাক্তের পদ্ধতি-
# এক গ্লাস পানিতে একটি হলুদের টুকরা রাখুন।
# খাঁটি হলুদ পানিতে কোনো ধরনের রঙ ছড়াবে না।
# ভেজাল হলুদের টুকরো অনেক বেশি উজ্জ্বল দেখায় এবং পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই রঙ ছড়ায়।
অনেকেই কাঁচা হলুদ কেনেন। কিন্তু ওই হলুদ খাঁটি কি না, তা যাচাই করতে একটি কাগজের ওপর এক টুকরো হলুদ রেখে তার ওপর ঠান্ডা পানি ঢেলে দেখুন। যদি রং ছড়াতে থাকে, তবে তাতে ভেজাল রয়েছে।
জিরাঃ জিরার মধ্যে ভেজাল হিসেবে মৌরি মেশানো হয়ে থাকে। তাই এক্ষেত্রে পরখ করতে হবে জিরার স্বাদ ও গন্ধ। দু’একটি জিরা মুখে দিয়ে চিবিয়ে দেখুন। আসল জিরা হলে এর স্বাদ হবে ঝাঁঝালো ও গন্ধ হবে তীব্র। এছাড়াও জিরার মধ্যে মৌরি শনাক্তের পদ্ধতি হলো-
# একটি কাঁচের প্লেটে সামান্য পরিমাণ জিরা নিন।
# জিরাগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করুন।
# মৌরি মেশানো হয়ে থাকলে ভালোভাবে খেয়াল করলে তা দেখা যাবে।
এছাড়াও জিরায় ভেজাল হিসেবে কয়লাসহ ঘাসের বীজ মিশিয়ে দেওয়া হয়। এধরনের ভেজাল জিরা শনাক্তের জন্য- সামান্য জিরা হাতের তালুতে নিয়ে পিষে দেখুন। যদি হাতে কালি লাগে, তাহলে জিরায় ভেজাল আছে। এতে কয়লা যোগ করা হয়েছে।
দারুচিনিঃ দারুচিনিতে ভেজাল হিসেবে ব্যবহার করা হয় ক্যাসিয়ার বার্ক। এই ভেজাল দারুচিনি শনাক্তের পদ্ধতি-
# কাঁচের প্লেটে অল্প পরিমাণে দারুচিনি নিন।
# ভালোভাবে খেয়াল করলে ভেজাল দারুচিনি শনাক্ত করতে পারবেন। কেননা ক্যাসিয়ার বার্ক অনেক শক্ত ও পুরু এবং বিরল ক্ষেত্রে সুগন্ধ দেয়।
# দারুচিনির ছাল অনেক পাতলা এবং খুব সহজেই পেনসিল না পেনের চারপাশে মোড়ানো যায় এবং বিশেষ গন্ধ থাকে।
কাঁচা মরিচঃ কাঁচা মরিচ বা অন্যান্য সবুজ সবজি যেমন পটল, ঢ্যাঁড়স, করলা, ব্রকোলি, মটরশুটি ইত্যাদিতে সবুজ রঙ আনতে অনেক সময় নিষিদ্ধ ম্যালাকাইট গ্রিন রঙ ব্যবহার করা হয়। ভেজাল কাঁচা মরিচ শনাক্তের পদ্ধতি-
# এক টুকরো তুলা পানি বা ভেজিটেবল অয়েলে ভিজিয়ে নিন।
# এবার সবুজ সবজি/কাঁচা মরিচে ভেজা তুলা দিয়ে ঘষুন।
# তুলা যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন ক্ষতিকর ম্যালাকাইট গ্রিন রঙ মেশানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝