gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০৩:৩৪:০০ পিএম
সিলেট সংবাদদাতা:
GK_2024-06-06_666178a63a11d.jpg

সিলেটে ১৪ ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল আটক করা হয়। সীমান্ত পাড়ি দেওয়া চিনির বড় চালানটি সিলেটে নিয়ে আসার পথে আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে এসব চিনি জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ জানান, এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভারত থেকে চোরাইপথে চিনি আসে সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা দিয়ে। তবে সবচেয়ে বেশি চিনি আসে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে। কয়েক দিন পরপরই সিলেটে ধরা পড়ে অবৈধ চিনির চালান। অবৈধপথে ভারত থেকে বিপুল পরিমাণ চিনি দেশে আনছে অসাধু চক্র। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এছাড়া ভারতীয় নিম্নমানের চিনির কারণে ভোক্তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝