gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
অভিনয় ছাড়ছেন কঙ্গনা?
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০১:৩৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-06_666167133dfc2.jpg

রাজনীতির মাঠে নেমেই বলিউডকে ভুলে গেছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা। নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টই জানিয়ে দেন, ভোটে জিতলে, অভিনয় ছেড়ে দেবেন তিনি। তবে হিমাচল প্রদেশের এ সুন্দরী অভিনয়ে না হলেও বেশ বাকপটু। রাজনীতি নিয়ে বক্তব্য দিতে পটু কঙ্গনা। যার ফলাফল হাতেনাতে পেয়েছেন। নিজ প্রদেশের মান্ডি আসনে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। তাই বলিউড ‘ক্যুইন’ থেকে তিনি এখন ‘মান্ডি ক্যুইন’। হিমাচলবাসীরা এই মুহূর্তে এই নামেই সম্বোধন করছেন কঙ্গনাকে।
নির্বাচনী প্রচারণায় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার অভিনয় ছাড়ছেন এই বলিউড সুন্দরী। রুপালি পর্দায় কি আর তাকে দেখা যাবে না! সে প্রশ্নের অবশ্যই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা। শুধু জানিয়েছেন, রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চান না তিনি।
ভোটে জেতার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে কঙ্গনা বলেন, ‘এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয় কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, যদি মাণ্ডি আসন থেকে তিনি জয়ী হন তাহলে কি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসবেন?
জবাবে কঙ্গনার সাফ কথা, ‘হ্যাঁ অবশ্যই। ’
তিনি এও বলেন, ‘একাধিক চলচ্চিত্রনির্মাতা আমাকে বলেছেন- আমি একজন ভালো অভিনেত্রী। আমি যেন অভিনয় না ছাড়ি। আমি ভালো অভিনয় করি ঠিকই। সবটাই আমি প্রশংসা হিসেবে নিই।’

আরও খবর

🔝