gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যুদ্ধাপরাধীরা বাংলাদেশের জন্য একটি কলঙ্ক : সালমান এফ রহমান
প্রকাশ : সোমবার, ৩ জুন , ২০২৪, ০৩:০২:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-03_665d823f8886c.jpg

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যুদ্ধাপরাধীরা এ দেশের জন্য একটি কলঙ্ক। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে এই ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
রোববার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ স্বাধীন করেছেন। একমাত্র আপনাদের জন্যই আজ স্বাধীনতার লাল-সবুজের পতাকা পেয়েছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। বীর মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলঙ্ক। এ কলঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝