gramerkagoj
বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শাহরুখের উপর এখনও নজরদারি করেন গৌরী?
প্রকাশ : সোমবার, ৩ জুন , ২০২৪, ১২:৪২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-03_665d62f05913f.jpg

বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান তিন দশকের দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। ১৯৮৪ সালে এক ঘরোয়া পার্টিতে গৌরীকে প্রথম নাচতে দেখেই প্রেমে পড়েন শাহরুখ। এরপর গৌরীর কাছে এগিয়ে যান শাহরুখ। একসঙ্গে নাচের প্রস্তাবও দেন। কিন্তু গৌরী মানা করে দিয়ে বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি!” যদিও পরে শাহরুখ জানতে পারেন বয়ফ্রেন্ড নয়, নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন গৌরী। তখন শাহরুখ এগিয়ে এসে বলেন, “মুঝে ভি আপনা ভাই সামঝো।”
এভাবেই শুরু হয় দু’জনের আলাপ। কিছুদিন যেতে না যেতেই গৌরীকে নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন শাহরুখ, যার কারণে গৌরী বিরক্ত হন। শাহরুখকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে মুম্বাই চলে যান। গৌরী চলে যাওয়ার পর শাহরুখ বুঝতে পারেন, তিনি তাকে কতোটা ভালোবাসেন।
কিন্তু এরপর শুরু হয় অন্য গল্প। কারণ গৌরী হিন্দু ব্রাহ্মণ। স্বভাবতই গৌরীর পরিবার একজন মুসলমান ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। শাহরুখের সিনেমায় কাজের কথা শুনে গৌরীর বাড়ির সবাই আরও বেঁকে বসেন। তা সত্ত্বেও প্রায় পাঁচ বছর ধরে লুকিয়ে প্রেম করেন তারা। একসময় বাড়ির সবাই তাদের ভালোবাসার কাছে হার মানেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর দুই পরিবারের সবাইকে নিয়ে হিন্দুমতে বিয়ে করেন শাহরুখ-গৌরী। পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে।
বর্তমানে তিন সন্তান নিয়ে দম্পতির সুখের সংসার। যদিও একটা সময় টালমাটাল ছিল তাদের দাম্পত্য জীবন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছিল শাহরুখের। গৌরীর সঙ্গে তার বিবাহিত জীবনও নাকি সে সময় খাদের কিনারে এসে দাঁড়ায়!
সবকিছুর পরও টিকে ছিলেন এই জুটি। গুছিয়ে রেখেছেন নিজেদের। এখন তো সর্বক্ষণই স্ত্রী-সন্তানদের সময় দিতে দেখা যায় শাহরুখকে। তবুও কি স্বামীর উপর নজর রাখেন গৌরী?
শাহরুখের নাকি গৌরীর প্রতি বরাবরই অত্যধিক অধিকারবোধ ছিল। সে কথা গৌরী নিজেই স্বীকার করেছেন। এই অধিকারবোধ যেন গৌরীর উপর বোঝা হয়ে দেখা দিতে শুরু করে। সে সময় অভিনেতার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতেও চেয়েছিলেন তিনি। কিন্তু, সেটা শেষমেশ করে উঠতে পারেননি।
এক সময় তার পরিচয় ছিল কেবলই শাহরুখের স্ত্রী। এই মুহূর্তে গৌরী দেশের অন্যতম খ্যাতনামী অন্দরসজ্জা শিল্পী। বলিউড তারকা থেকে ক্রিকেট তারকাদের বাড়ি সেজে ওঠে তার ছোঁয়াতেই। দু’জনেই তাদের ক্ষেত্রে সফল।
তবু কি স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন? ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গৌরী একদমই সেসব ভাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শাহরুখের উপর নজরদারি করেন না। অধিকাংশ সময়ই থাকেন নীরব। এমনকি শাহরুখের ক্যারিয়ার, সাফল্যেও প্রকাশ্যে কিছু বলেন না। অভিনেতাকে সকল স্বাধীনতাই যেন দিয়ে রেখেছেন তিনি।
তবে সন্তানদের ক্ষেত্রে আবার ভিন্ন গৌরী। মেয়ে সুহানা খান কিংবা ছেলে আরিয়ান খান কিছু পোস্ট করলে মন্তব্য করেন। এছাড়াও সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বলিউড অভিষেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শাহরুখ-পত্নী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝