শিরোনাম |
ঈদুল আজহায় সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা মুক্তি দেওয়ার কথা থাকলেও মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিল। এম রাহিম পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। গত দুই মাস ধরে শুটিং ও প্রি-প্রোডাকশনের কাজও চলছিল সিনেমাটির। কিন্তু ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে না, তা জানিয়ে নির্মাতা এম রাহিম বলেন, “টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয়। কারণ পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়।”
সিনেমাটির কোয়ালিটি ঠিক রাখতে চান পরিচালক। তা জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনইথিক্যাল হবে।’
‘জংলি’ সিনেমায় সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমাটিতে ব্যবহৃত চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।