gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ নরসিংদীতে চেয়ারম্যান হত্যাকাণ্ড

মাস্টারমাইন্ড রাসেল ঢাকায় গ্রেফতার
প্রকাশ : শনিবার, ১ জুন , ২০২৪, ০১:১৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-01_665aca9aabf84.jpg

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আসামি রাসেল মাহমুদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।
আজ শনিবার (১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার জানান, মাহবুব হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেয় রাসেল, এমন খবর পেয়ে জেলা পুলিশ ও ডিবির একটি টিম অভিযান চালিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
নিহত মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতামামা ১২ জনকে আসামি করে মাধবদী থানায় অভিযোগ করেন। এরপর নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২৮ মে দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু ও ফরহাদ মিয়া।
ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝