শিরোনাম |
সঙ্গীত ক্যারিয়ারের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। তিনি অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান শ্রোতাদের উপহার দিয়েছেন। আজ সেই চিরসবুজ গায়কের জন্মদিন। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তোমরা একতারা বাজাইও না’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’, ‘জন্মিলে মরিতে হবে’, ‘কিছুই নাকি দেইনি তোমায়’, ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘যারে ঘর দিলা সংসার দিলা রে’, ‘একটা চাঁদ ছাড়া’ প্রভৃতি।
কুমার বিশ্বজিৎ ১ জুন ১৯৬৩ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম জেলায় তার শৈশব অতিবাহিত করেছেন। ছোট বেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল কুমার বিশ্বজিতের। সেই আগ্রহটাকে স্বপ্ন-সাধনা বানিয়ে নেমে যান সঙ্গীত যুদ্ধে। যা তাকে এনে নিয়েছে দেশজোড়া খ্যাতি।
১৯৭৭ সালে একটি রেডিও অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে সুরের ভুবনে পা রাখেন কুমার বিশ্বজিৎ। এরপর তিনি 'রিদম ৭৭' নামে একটি ব্যান্ডে দুই বছর গান করেন। তারপর ১৯৭৯ সালে নিজেই 'ফিলিংস' নামে একটি ব্যান্ড গঠন করেন। বাংলাদেশ টেলিভিশনে কুমার বিশ্বজিৎ প্রথম গান করেছিলেন ১৯৮০ সালে।
সিনেমা ও অডিও দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া বহু মিক্সড অ্যালবাম ও সিনেমায় গান করেছেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে কুমার বিশ্বজিৎ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন।