শিরোনাম |
❒ এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত
প্রবল ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি গতরাতে স্থলভাগে আছড়ে পড়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আরো দুর্বল হয়ে যাবে।
বর্তমানে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ ও ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।